1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন পরিচালক ডা: হেলিশের পাঠার বলি কিশোরগঞ্জবাসী “সরকারি নিয়মে অনলাইনে টেন্ডার পদ্ধতি থাকলেও তা এড়িয়ে চলে নিজ স্বার্থে” কালের নতুন সংবাদ এ-র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নান্দাইলে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মহানবী সা. এর ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ কিশোরগঞ্জে বদর দিবস পালিত এডাব কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন তাকওয়া অর্জন ও গুনাহ মোচনের মাস রমজান এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন পাকুন্দিয়ায় স্প্রে- মেরে হত্যা চেষ্টা ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন শিয়ালে কামড় দেওয়ার প্রায় ১ মাস পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম যেনো মিছিলের নগরী: সর্বোত্র-ই অচলাবস্থা, পুলিশের হামলায় মেয়ে সহ ৬ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোটার :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

এম, এ কাশেম,

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

কোটা সংস্কার আন্দোলনে দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম যেনো মিছিলের নগরীতে পরিনত: সর্বোত্র-ই অচলাবস্থার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ও বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। মিছিল শুরু হয় নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে। শুরু বোঝা গেলেও শেষ বোঝার সুযোগ নেই। যতদূর চোখ যায় শুধু শিক্ষার্থীর মিছিলের সারি।
মাথায় জাতীয় পতাকা, হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান। আমার ভাই আহত কেনো প্রশাসন জবাব চাই, বোনের উপর হামলা কেনো পুলিশ জবাব চাই। আন্দোলন কে দমন করতে গতকাল পুলিশের লাঠিচার্জ উল্টো বাড়িয়ে দিয়েছে আন্দোলনের তীব্রতা। প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লংমার্চে এক ভিন্ন চট্টগ্রাম দেখলো নগরবাসী।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা থেকে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন প্রায় ৫ হাজারের মতো শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ২ নম্বর গেট হয়ে প্রবর্তক মোড়, চক বাজার, জামালখান, কাজীর দেউড়ি, লালখান বাজার, জিইসি মোড় হয়ে পুনরায় ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে অবস্থান করে। শিক্ষার্থীদের মুখে স্লোগান ছিলো, ‘আমার ভাইয়ের উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘লাঠি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত: চবি শিক্ষার্থী ওয়াহিদ হাসান বলেন, শিক্ষার্থীরা রাজপথে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর আক্রমণ করবে কেনো? এবং কেনো-ই বা তাদের উপর লাঠিচার্জ করবে? পুলিশ কে এ অধিকার কে দিয়েছে? আমরা আন্দোলনে এসেছি আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের ভবিষ্যতকে সুরক্ষা করার জন্য। যাদের ভোগান্তি হচ্ছে তারা আমাদেরই মা-বোন আমাদেরই প্রতিবেশি, তারা আমাদের আন্দোলনকে সমর্থন দেয়।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ জয় বলেন, গতকাল আমাদের ভাই ও বোনদের উপর যে হামলা করা হয়েছিলো তার প্রতিবাদ জানাতেই আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। পাশাপাশি আমাদের যে যৌক্তিক দাবি সকল গ্রেডে সকল প্রকার কোটা বাতিল করে শুধু অনগ্রসরদের জন্য ৫ শতাংশ কোটা রেখে আইন পাশ করতে হবে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। পুলিশের হামলা মামলা দিয়ে চবিয়ানদের দমিয়ে রাখা যাবে না।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাব্বির রহমান বলেন, একটি দেশে ৫৬ শতাংশ কোটার কোনো মানেই হয় না। আমাদের দাবি কোটার বিরুদ্ধে নয়। আমরা চাই কোটার সংস্কার করা হোক এবং ন্যূনতম ৫ শতাংশ কোটা রাখা হোক।
উল্লেখ্য, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে ছয় শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে রয়েছে দুইজন ছাত্রী। লাঠিচার্জের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিকেলেই হাজারো শিক্ষার্থী দুই নম্বর গেট ও চবি এক নম্বর গেট অবরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং