1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন পরিচালক ডা: হেলিশের পাঠার বলি কিশোরগঞ্জবাসী “সরকারি নিয়মে অনলাইনে টেন্ডার পদ্ধতি থাকলেও তা এড়িয়ে চলে নিজ স্বার্থে” কালের নতুন সংবাদ এ-র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নান্দাইলে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মহানবী সা. এর ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ কিশোরগঞ্জে বদর দিবস পালিত এডাব কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন তাকওয়া অর্জন ও গুনাহ মোচনের মাস রমজান এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন পাকুন্দিয়ায় স্প্রে- মেরে হত্যা চেষ্টা ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন শিয়ালে কামড় দেওয়ার প্রায় ১ মাস পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

নৌকা মার্কায় যারা ভোট দিতে চায়না। তারা কারা? অথই নূরুল আমিন

মোহাম্মদ রুস্তম আলীঃ
  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৬৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ(কটিয়াদী) প্রতিনিধিঃ

আমাদের সমাজে অল্প কিছু লোক আছে। তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়না। সেই সকল লোকজনেরা এই দেশে সর্বক্ষেত্রে সর্বক্ষন বিভিন্ন গুজব ছড়িয়ে থাকে। এই গুজব ছড়ানো লোকগুলো এই সমাজে আওয়ামী লীগ বিরোধী।

ওরা মনে করে গুজব ছড়ানোটা এক ধরনের পেশা। ওরা মনে করে গুজব ছড়ালে আওয়ামী লীগ ঠিকে থাকতে পারবে না।
1975 সনে 15 আগষ্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই সারাদেশ জুড়ে এক শ্রেণির লোক বিভিন্ন ধরনের গুজব ছড়াতে থাকে যা এখন পযর্ন্ত বহাল আছে। অনুমান করা হচ্ছে এটা যেন বংশগত পেশা তাই যুগের পর যুগ এখনো নানামুখী গুজব কারীরা এই সমাজে পাওয়া যাচ্ছে।

গত পনেরো বছরে কমপক্ষে পনেরো হাজার গুজব ছড়িয়েছে ঐ গুজবকারীরা। তবে বতর্মান সময়ের মানুষেরা আগের চেয়ে অনেক সচেতন তাই ঐ সব কমদামী লোকদের বানানো কথা আর আগের মত এতো কান দেয় না।

আমাদের দেশে আওয়ামী লীগ বিরোধী চক্রটা জনে অথবা বলে যতটা না শক্তিশালী। তারচেয়েও বেশি হচ্ছে ওরা চমকপ্রদ গুজব কারী। ওরা রাতারাতি বিভিন্ন গুজব জনসমক্ষে হাজির করতে সক্ষম।

পদ্মা সেতু নিয়ে এই চক্রটি হাজারো গুজব রটিয়েছে। আওয়ামী লীগ সরকার নিয়ে শত শত গুজব রটনা করেছে। আমার প্রশ্ন হলো আসলে ওরা কারা? কি তাদের চাওয়া। কেন বা এসব মিথ্যা কথা ওরা প্রতিনিয়ত হাটে বাজারে চায়ের দোকানে বসে এসব বানোয়াট আলোচনা করে।
ধর্মীয় বিধানে বলা আছে গিবত কারী এবং গুজব রটনা কারীরা দোজখ বাসী হবে।

ধর্মীয় বয়ানে আরো বলা আছে পৃথিবীর কোনো মাখলুকাত অবগত নহে এক সেকেন্ড পর কী হবে?
তাহলে এই গুজব কারীরা কি করে জানতে পারল। পদ্মা সেতু হবে না। হলেও পরে ভেঙ্গে পরে যাবে। ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিবে। আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না। দেশে শ্রিলংঙ্কার মতো দূর্ভীক্ক হবে ইত্যাদি ইত্যাদি।

আমি মনে করি যারা মিথ্যা এবং বানোয়াট গুজব ছড়ায় ওরা নিঃসন্দেহে সমাজের জারজ সন্তান। আসলেই ওদের জন্মগত সমস্যা আছে। নতুবা এই ধরনের অজানা গুজব ছড়ানো প্রকৃতপক্ষে কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।

সমাজে একটি গুজব ছড়িয়ে দেয়া এটা অমার্জনীয় অপরাধ। যে অপরাধ কোনো ভাবেই ক্ষমা যোগ্য হতে পারে না। ভবিষ্যতে কঠিন এবং কঠোর আইন করা হবে এই ধরনের গুজব সৃষ্টিকারীদের জন্য। সবার জন্য রইল আমার ভালোবাসা।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
18/11/2023

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং