নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয় প্রকল্প (এ.ল.ডি.ডি.পি)’এর অর্থায়নে, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজনে গত ১৬ সেপ্টেম্বর কাটাবাড়িয়া দুগ্ধ উৎপাদনকারী দল’ খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাদ্দাত মোঃ সায়েম, আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম সিয়াম হোসেন, প্রাণিসম্পদ মাঠ সহায়তাকারী কনিকা রানী সেন, প্রাণিসম্পদ সেবা প্রদানকারী মোঃ আজিজুল হক ফাহিম প্রমুখ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওলানপ্রদাহ (ম্যাসটাইটিস), ফুট মাউথ ডিজিজ (এফ.এম.ডি) ও কৃত্রিম প্রজনন পুরনও পুনরও গরম হওয়া ( রিপিট ব্রিডিং) রোগ নিয়ন্ত্রন, রোগ নিরমূল, রোগ প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। তিনি পরিশেষে প্রত্যেক খামারিকে দুধ উৎপাদশীল জাতের গাভী পালনে উৎসাহ প্রদান ও কিশোরগঞ্জ উপজেলায় ডেইরী হাব ও গ্রামীন দুধ কালেকশন সেন্টার (ভি.এম.সি.সি) হবে এই তথ্য দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মর্তা সংঘঠনের উন্নয়মূল দিক নির্দেষনা প্রদান করেন। খামরিদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও আলোচনার পরে খামারিদের সম্মানী ভাতা ও খাবার বিতরেন মাধ্যমে প্রশিক্ষন সমাপ্ত ঘোষনা করা হয়।