1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

কিশোরগঞ্জে বদর দিবস পালিত

বোরহান উদ্দিন সুমন,
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – অধ্যাপক মোঃ রমজান আলী।

কিশোরগঞ্জে
আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ১৮ মার্চ ২০২৫ খ্রি: রোজ মঙ্গলবার, ১৭ রমজান ঐতিহাসিক ‘বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি বলেন, “ইসলামের বিজয় কখনো শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে আসেনি। ঈমানী চেতনা, শাহাদাতের তামান্না,নীতি আদর্শ, অধম্য সাহস আর গুণগত মান ঠিক থাকলে সংখ্যা যাই হোক না কেন যেকোন অসম যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। বদর যুদ্ধ তার একটি উদাহরণ। বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন লোকমান, শহর শাখার আমীর মাওলানা আব্দুল হক, সদর উপজেলার নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জলিল, মহসিন আহমেদ, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং