কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে আহত রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে গতকাল হঠাৎ বমি করতে থাকে রাফি। চিকিৎসা নিয়ে সম্প্রতি বাড়িতে ফেরা ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে গতকাল শুক্রবার ঢাকার একটি হাস্পাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। রাফি অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবির খান্দান এলাকার বাসিন্দা মোঃ রিপন (মেম্বার) এর ছেলে এবং একটি প্রাইভেট মাদাসার প্রথম শ্রেণির ছাত্র। রাফির চাচা মোঃ মাহবুব আলম এ প্রতিনিধি কে জানান, গত ১৬ ডিসেম্বর শিয়ালের কামড়ে রাফি আহত হন। অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে গত ৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন রাফি। অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা না পেয়ে রাফির পরিবার রাফিকে ঢাকার একটি হাস্পাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত