নার্গিস আক্তার মুন্নি,
স্টাফ রিপোটার:
চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রী স্বপ্নার খরিদকৃত সম্পওি দখলের চেষ্টা ও ২,০০,০০০ টাকা চাঁদা দাবি করে।এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করা হয়। এই মামলায় স্বপ্না বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। মামলার বিবরণ এবং সরজমিনে গিয়ে জানা যায় যে, গত ১০ নভেম্বর ২০২৪ সকাল ১১.০০ঘটিকায় কিশোরগঞ্জ জেলার গাঁংগাইল দিঘির পাড় রঘুখালী মোড়ে নজরুল মিয়ার রড, সিমেন্টের দোকানে বসে বিবাদী হাবু মিয়া রূকুনের মাধ্যমে স্বপ্নার বোন জামাই মাসুদ মিয়াকে ডেকে নিয়ে আসে। আসার পরে বিবাদী হাবু মিয়া মাসুদের কাছে ২,০০,০০০ টাকা দাবি করে। মাসুদ টাকা দিতে অস্বীকার করিলে বিবাদী হাবু মিয়া ও তার দলবল ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা রড দিয়ে এলোপাথাড়ি ভাবে তাকে মারদোর করে। তার চিৎকার শোনে আসে পাশের লোকজন এগিয়ে এসে বিবাদীর কবল থেকে উদ্ধার করিয়া কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা করে বাসায় আসে। তারপরে বিবাদীগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে দরবারে বসে। বসার পরে এক পর্যায়ে উভয় পক্ষের কথা শোনে পরে হাবু মিয়ার সন্ত্রাসী বাহিনীরা আবার বাদীসহ বাদীর পরিবারের সকলের উপর হামলা করে। দরবারিরা তাদের উদ্ধার করে বাদীকে হাসপাতালে পাঠায়।এ বিষয়ে মহিনন্দ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, সুলতান কাউন্সিলার, এবং গোলাপের সাথে মুঠো ফোনে যোগায়োগ হলে তিনি প্রবাসির পরিবারের উপর আক্রমনকে ন্যাক্কার জনক বলে দুঃখ প্রকাশ করেন।