খায়রুল ইসলাম, তাড়াইল (কিশোরগঞ্জ) :
তাড়াইলে সাংবাদিক সীমান্ত খোকনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদ্য প্রয়াত এন টিভির বার্তা সম্পাদক তাজুল ইসলাম সীমান্ত খোকনের আত্মার শান্তি কামনায় গত কাল শুক্রবার বিকালে তাড়াইল বাজারে খান ব্রাদার্স ভবনে এ স্মৃতিচারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাড়াইল বিচিত্রা টিভির সম্পাদক সাদেকুর রহমান রতন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ভূঞা। অনুষ্ঠিত স্মৃতিচারন সভায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম রফিক, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন, দৈনিক দিনকাল তাড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম, কবি ও সাহিত্যিক ডাঃ আক্কাছ উদ্দিন, যুবনেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফিউজ্জামান শফি। দোয়া পরিচালনায় করেন মাওলানা আব্দুল কাদির। বক্তারা সাংবাদিক সীমান্ত খোকনের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে সীমান্ত খোকনের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সংশ্লীষ্ট প্রশাসনের দৃষ্ঠি আর্কষণ করেন।