এস এম নাদিরুজ্জামান আজমল।
রোববার (৬ অক্টোবর) সকালে অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে “জন্ম-মৃত্য নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালি অষ্টগ্রামের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আবদুল বাসেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস আলী প্রমুখ
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান-সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।