নিউজ ডেস্ক:
গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: বিকাল ০৪:০০ ঘটিকার সময় রহিমা বেগম (২৬) নামক মহিলাকে কটিয়াদী বাসস্ট্যান্ডে সাদা প্রাইভেটকার হতে একজন অজ্ঞাত ব্যক্তি বের হয়ে কিছু জিজ্ঞেস করে। ঐ সময় প্রাইভেটকারের ড্রাইভার গাড়ীতে ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তি পকেট থেকে স্প্রে বের করে রহিমা বেগমকে স্প্রে করে; এতে ভিকটিম অচেতন হয়ে যায়। জ্ঞান ফিরে ভিকটিম নিজেকে কটিয়াদীর আল নূর হাসপাতালে ভর্তি দেখেন। ভিকটিম তখন সবকিছু ঠিক আছে কিনা দেখতে গিয়ে লক্ষ্য করেন যে, তার গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য ৫৫০০০/-),৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল (মূল্য ৫৫০০০/-) এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্প্রে প্রয়োগকারীরা নিয়ে গেছে । পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন সংবাদ পেয়ে হাসপাতালে এসে ভিকটিমকে বাড়িতে নিয়ে যায়। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে কটিয়াদী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-২৫/০৯/২০২৪খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। তদন্তকারী অফিসার এসআই/কামাল হোসেন বাদল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তদন্তে সন্ধিগ্ধ আসামী নাসির সরদার (৩২), পিতা-মৃত মমিন সরদার, সাং- উত্তর ডিহি, থানা- ফুলতলা, জেলা- খুলনা কে ইং ২৫/০৯/২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান এলাকা হতে গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীর নিকট হতে মোবাইল ও গহনা বিক্রির টাকা ২৫০০০/- (পচিঁশ হাজার) টাকা উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।