এস, এম নাদিরুজ্জামান আজমল,
কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) প্রতিনিধিঃ
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগান নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু-র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিনের সন্চালনায় বক্তব্য রাখেন, অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ এমদাদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আলী আকবর, রায়পাড়া সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান আবদুল বাসেদ প্রমুখ
এসময় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচঁতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।