1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় সন্ত্রাসী হামলার ঘটনা : ‘তারেক রহমান’র নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার ‘খড়গ’ ঝুলছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

এম, এ কাশেম,

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় গত ৩/৪দিন যাবত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত প্রায় ২৪/২৫ জন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী মারাত্মক আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা সংকটাপন্ন বলে দলীয় সূত্র জানায়। বর্তমানে আহতদের মধ্যে কয়েক জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং ২/৩ জনকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
সূত্র জানায় যারা বিএনপির নিবেদিত প্রাণ নেতা-কর্মী তারা তা কখনো দলের সাথে বেঈমানী করে আওয়ামী লীগের সাথে আঁতাত করবে না। এমন কি দলীয় যে কোনো সহকর্মী-সহযোদ্ধা, ভাই-বন্ধুদের সাথে অরাজনৈতিক কোনো নোংরামি বা কোনো ধরনের অপকর্ম করবে না।
তবে, গ্রুপিয় কতেকগুলো নেতা নামধারী ব্যাক্তিরা তাদের রাজনৈতিক ওজন বাড়ানোর জন্য ওই সব নেতা/ কর্মী এবং দলের ভক্তদের কাছে ভিড়ানোর কারনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে!! এমন অবস্থার কথা-বার্থা আজ মীরসরাই উপজেলার সর্বোত্র ঘুরপাক খাচ্ছে।
বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী বাংলাদেশের শীর্ষ মানব ‘তারেক রহমান’ ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের জন্য কি নির্দেশনা দিয়েছেন তা কি ওই সব বিএনপি’র নেতা নামধারীরা জানেন না, বা শুনেন ও নি? না জানলে অথবা না শুনলে এখন-ই জেনে/শুনে নেয়ার দরকার বলে অনেকে মনে করেন।
নয় তো ওই সব নেতাদের আগামী নের্তৃত্ব হারিয়ে রাজনৈতিক প্লাটফর্মে কোনঠাসা হয়ে পড়তে হবে নির্ঘাত।
বর্তমান দায়িত্ব প্রাপ্ত অবস্থায় থেকে যে সব নেতারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে নিজেরা নিজেদের ফায়দা লুটে নিতে ব্যস্ত তাদের কে একবার ভাবনায় রাখা দরকার যে, দলীয় পদ-পদবী হারিয়ে বসলে তখন কি আর তার কোনো কথা/ নির্দেশনা কাজে আসবে/লাগবে?
উত্তর চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে বিএনপি করেন বা বিএনপি সমর্থন করেন অথবা রাজনৈতিক জ্ঞান-বুদ্ধি রেখে চলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন, মীরসরাই উপজেলায় যে সব বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচন করার খায়েস নিয়ে আছেন এবং যারা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার হওয়ার আগ্রহ নিয়ে আছেন তারা কি একটি বার ও ভাবনায় রেখেছেন যে, আপনি/আপনারা যদি দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মে লিপ্ত থাকেন তাহলে তার জন্য দোষী সাব্যস্ত হিসেবে আপনি/আপনাকে-আপনাদেরকে দল যদি বহিস্কার করে তাহলে আপনার নির্দেশনা কি কোনো কাজে লাগবে?
এমন কি, দলীয় পদ হারানোর পর আপনার/ আপনাদের আশেপাশে সাধারণ নেতা-কর্মী শূন্যতা দেখা দিবে। তখন আপনার/আপনাদের কি অবস্থা হবে?
এ ছাড়া- যারা দলের আগামী দিনের নের্তৃত্বে আসার মনোবাসনা নিয়ে দলীয় গন্ডির ভিতরে রয়েছেন তাদের দলের শৃঙ্খলা বিরোধী কাজ করার অভিযোগের সত্যতা সাপেক্ষ যদি পদ-পদবী থেকে বঞ্চিত হতে হয় তখন কি হবে আপনার/ আপনাদের?
সুতরাং, অতিত সময়ের কথা বাদ দিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র নির্দেশনা মোতাবেক সকলকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এমন কি আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের সাথে বিএনপি’র কোনো নেতা-কর্মীর সংস্পৃত্ততা থাকতে পারবে না এমন নির্দেশনা ও দেয়া হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র পক্ষ থেকে।
এ নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা ও দেয়া হয়েছে।
শুধু তাই নয়, যারা ওই রকম কর্মের সাথে জড়িত থাকবে এবং সু’নির্দিষ্ট অভিযোগ এর সত্যতা সাপেক্ষ তাকে দল থেকে বহিষ্কার এর কথা ও বলা হয়েছে। সুতরাং, সকল নেতা-কর্মীকে অবশ্যই সতর্কতার সহিত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে বলে উত্তর চট্টগ্রামের প্রবীণ রাজনৈতিক নেতারা মনে করেন।
উল্লেখ্য, উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় গত ৩/৪ দিন যাবত আওয়ামী লীগের মদদপুষ্ট গুটি কতেক সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় ২৪/২৫জন নেতা-কর্মী গুরুতর: আহত হয়েছে। তার মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক।
অনেকেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আবার ২/৩ জন্ম মুমুর্ষ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোট ভাই ইকবাল হোসেন মিয়াজি। এবং অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন কে।
বারইয়ারহাট পৌরসভায় অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর আলোকে চট্টগ্রাম জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র শীর্ষ নেতাদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে একাধিক সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং