1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রামে দুই যুবক কে গুলি করে হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

এম, এ কাশেম,

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কেনো এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে।
এবং কারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি নির্দ্বিধায় জানাতে চাই, যে কোনো অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। কোনো অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেবে না বলে ও তিনি সাফ জানিয়ে দেন।
বিএনপি নেতা মীর হেলাল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যাহা আমরা পালন করে যেতে সদা সচেষ্ট এবং সদা সচেতন।
উল্লৈখ্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত মোঃ আনিস (৩৭) হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার মৃত মোঃ ইসহাক মিয়ার পুত্র। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩১)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মৃত মোঃ রফিক উদ্দিন এর পুত্র বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং