1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রাম মহানগরীর টেরীবাজার এলাকায় প্যাডেল রিকশা ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

এম, এ কাশেম বিশেষ,

প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর টেরী বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিক্সা ভাঙচুর করেছে প্যাডেল রিক্সা চালক ও সিএনজি চালকরা।
গতকাল বেলা সাড়ে ১১ টায় টেরীবাজার এলাকায় প্যাডেল চালিত রিক্সা চালকরা একজোট হয়ে ব্যাটারি চালিত রিক্সা ভাঙচুর করে। এসময় তাদের সাথে এসে যুক্ত হন সিএনজি চালকরা। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকায় রিক্সা-সিএনজি সহ সকল গণপরিবহনের সংকট দেখা দেয়। একইভাবে পাহাড়তলী আমবাগান-ওয়ারলেস-অক্সিজেন এলাকায়ও গতকাল প্যাডেল চালিত রিক্সা চালকরা একজোট হয়ে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
টেরীবাজারে ব্যাটারি চালিত রিক্সা ভাঙচুরের ঘটনার পর ব্যাটারি চালিত রিক্সা চালকরা সবাই একজোট হয়ে লাঠিসোটা নিয়ে টেরী বাজার–ঘাটফরহাদবেগ ও আন্দরকিল্লাহ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন।
এর আগে গত মঙ্গলবার প্যাডেল চালিত রিক্সা চালকরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে জামালখান রোডে যতোগুলো ব্যাটারি চালিত রিক্সা পাওয়া গেছে সব গুলো উল্টে দেয়া হয়েছে।
গতকালও বেলা সাড়ে ১১টায় টেরীবাজার এলাকায় প্যাডেল চালিত রিক্সা চালকরা একজোট হয়ে ব্যাটারি চালিত রিক্সা যতো গুলো পেয়েছে সব উল্টে দিয়ে ভাঙচুর করেছে।
এদিকে কোরবানীগজ্ঞ- আছদগজ্ঞ–বলুয়ারদীঘি, কাটাপাহাড় লেইন, ঘাটফরহাদবেগ সহ পুরো এলাকা থেকে শতো শতো ব্যাটারি চালিত রিক্সা টেরীবাজার এলাকা দিয়ে হাজারীগলির মুখ পর্যন্ত আসে।
এই রোড গুলোতে ব্যাটারি চালিত রিক্সার জ্যাম থাকে সব সময়। এতো বিপুল সংখ্যক ব্যাটারি চালিত রিক্সার কারণে পথচারীরা পায়ে হাঁটার সুযোগ ও পান না বলে সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং