এম, এ কাশেম বিশেষ,
প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোট ভাই মোঃ ইকবাল হোসেন মিয়াজির ওপর হামলা ও ভাংচুর প্রসঙ্গে চট্টগ্রাম মহাননগর বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন- দলের ক্ষতি হয় বা হবে এমন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দলের নিবেদিত প্রাণ সকল নেতা-কর্মীকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে যেতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলের দায়িত্ববানরা অবশ্যই এগিয়ে আসবেন। তবে, কারো প্রতি কারো হিংসা-বিদ্ধেষ এর বশবর্তী হয়ে অহেতুক কোনো ধরনের ঘটনা ঘটিয়ে আওয়ামী সন্ত্রাসীদের সুযোগ সৃষ্টি করে দেয়া যাবে না। বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন দলের সকল নেতা-কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন পরিস্থিতি বুজে এবং ঘটনার আসল রহস্য খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম মহাননগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ২৮ আগষ্ট (বুধবার) দুপুরের দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারে সৃষ্ট সন্ত্রাসী ঘটনা অবহিত হতে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন দের মালিকানাধীন বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ ‘গ্রীণ পার্ক হোটেল- রেষ্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ এসে বারইয়ারহাট পৌরসভা বাজারে সৃষ্ট সন্ত্রাসী ঘটনা অবহিত হতে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন এর কাছ থেকে বিস্তারিত জেনে নিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় তার সাথে চট্টগ্রাম মহাননগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ অপরাপর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।