এম, এ কাশেম,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোটো ভাই মোঃ ইকবাল হোসেন মিয়াজির ওপর হামলা ও ভাংচুর এর প্রতিবাদে ২৮ আগষ্ট (বুধবার) বিকালে বারইয়ারহাট পৌরসভা বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য (১ নং) আবু জুবায়ের চৌধুরী শিবলী, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটো প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মঞ্জুরুন কাদের, মোশাররফ হোসেন, জহুরুল হক, ফারুক, নুরুল আবছার প্রমুখ।
বক্তাগন তাদের বক্তব্যে বলেন, বিএনপি’র মুল স্রোতের বাইরে থাকা কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের মদদে ছাত্র লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোট ভাই মোঃ ইকবাল হোসেন মিয়াজির ওপর হামলা চালিয়ে তার প্রাণনাশের অপচেষ্টা চালায়। এবং অতর্কিত ভাবে ভাংচুর এর তান্ডব লীলা চালায়।
নের্তৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি’র মুল স্রোতের বাইরে থেকে যে বা যারা যে কোনো অপকর্ম করার চেষ্টা চালালে আমরা তাদের প্রতিহত করতে বদ্ধপরিকর।
পরে এক বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র বারইয়ারহাট পৌরসভা বাজার প্রদক্ষিণ করে।