আবু হানিফ,
পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যরা আজ ৯ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া থানা কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সভায় সিদ্ধান্ত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন, পাকুন্দিয়া বিএন পি যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে। এতে একরকম পুলিশশূন্য হয়ে পড়ে দেশের থানাগুলো। কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা তিন দিন পর আজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত