এম, এ কাশেম,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের জেলার উত্তর শেষ সীমান্ত ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং গোপাল এর কিং, স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি, বর্তমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আপন মামা মরহুম সাঈদ ইস্কান্দারের ত্য সময়ের ব্যবসায়ী পার্টনার (ডান্ভি ডাইং লিমিটেড) ও অতি আস্থা ভাজন মোঃ নুরুল আমিন বাদশা দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন চিত্তে বাদশার মতো-ই নিজের এলাকায় ফিরে আসলেন।
অন্যান্য বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা নেতা- কর্মীর মতো তিনি ও আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে প্রাণ বাঁচাতে এলাকা ত্যাগ করে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছিলেন।
জীবনের ভয় পরিহার করে তিনি মাঝে মধ্যে চুপিসারে এলাকায় এসে ঘুরে যান এবং নিয়মিত সাধারণ নেতা নেতা- কর্মীদের সাথে যোগাযোগ রেখে সবার খবরাখবর নিয়েছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন চিত্তে গতকাল বিকালে প্রকাশ্যে এলাকায় ফিরে আসলে এলাকায় হাজারো সাধারণ নেতা নেতা-কর্মী মোটরসাইকেল, সিএনজি, মাইক্রো ও প্রাইভেট কার সমেতো মিছিল-শ্লোগানে প্রকম্পিত করে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং গোপাল ইউনিয়নের অন্তর্গত মুহুরী ব্রীজ পেরিয়ে উপজেলার শেষপ্রান্ত সমিতি বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার ঘুরে ঘুরে সর্ব শ্রেনী ও পেশা মানুষের সাথে সাক্ষাত করেন।
এ সময় তিনি কয়েকটি স্থানে অবস্থান করে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রদান করেন।
এ সময় তার সাথে হাজারো নেতা নেতা- কর্মীদের মাঝে উল্লেখযোগ্য জেলা বি এন পি’র সহ সম্পাদক নাসিরুল আলম বাবু, ইউনিয়ন বি এন পি’র সাবেক সভাপতি কবির আহমেদ, উপজেলা বিএনপি’র সদস্য আবদুর রহিম, ইউনিয়ন বি এন পি’র সদস্য দিদারুল আলম দিদার, ফেনী জেলা যুবদল এর সম্মানিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম ভুট্টো, ছাগলনাইয়া উপজেলা যুবদল’র সদস্য মোঃ আলমগীর হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেন প্রমুখ তার সাথে ছিলেন।
গতকাল সন্ধ্যার দিকে মুহুরী গঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন বিএনপি’র সভাপতি উক্ত নুরুল আমিন বাদশা তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর বিএনপি’র অসংখ্য নেতা নেতা-কর্মী হামলা, মামলা, ভয়-ভীতি ও জীবনের মায়া ত্যাগ করে দলকে আগলে রেখেছেন। তিনি সে জন্য সকল নেতা নেতা- কর্মী ও এলাকা বাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিএনপি নেতা নুরুল আমিন বাদশা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন দলের যে সব নেতা-কর্মী ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন তাদের কে। তিনি তাদের জন্য দোয়া করেন এবং সবাই কে দোয়া করার অনুরোধ জানান। এ ছাড়া- যে সব নেতা-কর্মী আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আহত/ আক্রান্ত সবার খোঁজ খবর নিতে ও উপস্থিত দলের সকল নেতা-করৃমীদের কাছে অনুরোধ জানান।তিনি সবাই কে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না এবং কাউকে করতে ও দিবেন না।
মানুষ কে বুজতে দিন- আওয়ামী লীগ কেমন জালিম/জাহলিয়াত ছিলো আর বিএনপি মানুষের জন্য অতিতে কি করেছে, এখন কি করছে এবং আগামী দিনে ও মানুষের কল্যাণে কি করে যাবে।
বিএনপি গন মানুষের দল উল্লেখ করে নুরুল আমিন বাদশা বলেন, মানুষ বিএনপি কে ভালোবাসে আর আওয়ামী লীগ কে ঘৃণা করে। যার প্রমাণ আওয়ামী নেত্রী শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে।
বিএনপি নেতা নুরুল আমিন বাদশা এলাকার দলীয় সকল নেতা-কর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে ফুলের মালায় মালায় গলা ভারী করে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন তা কোনো দিন ভুলে যাওয়ার মতো নয়।
ফেনী জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম ভুট্টো তার প্রতিক্রিয়ায় বলেন, একজন মানুষের এলাকায় গ্রহনযোগ্যতা থাকলে কেমন সম্মান পায় বা পেতে পারে তার জ্বলন্ত উদাহরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা নুরুল আমিন বাদশা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নুরুল আমিন বাদশার নের্তৃত্বে অতিত সময়ে যেমন দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিলো এখনো তা আছে এবং আগামীতে ও থাকবে।