এম, এ কাশেম,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর ও ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সহ বিএনপি’র ৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে উল্টো হামলা মামলা, হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।তারা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে দু’জন শিক্ষার্থী সহ একজন নিরীহ লোককে হত্যা ও শতো শতো শিক্ষার্থীদের আহত করেছে।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে, তাদের গ্রেপ্তার না করে উল্টো চট্টগ্রামের নিরীহ বিএনপি নেতা-কর্মীদের প্রশাসন পুলিশ দিয়ে গ্রেপ্তার করা অব্যাহত রেখেছে।সরকার অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে।তিনি নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।