এম, এ কাশেম
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দেশের যেমন প্রধান চালিকাশক্তি বন্দর নগরী চট্টগ্রাম ঠিক তেমনি দেশের বৃহত্তম: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের অত্যাচার- নির্যাতন, হামলা-মামলার শিকার অজস্র বিএনপি’র প্রাণ পুরুষ ডাঃ শাহাদাত হোসেন।
দলের অগনিত অসহায়, অভাবী, হামলা-মামলায় জর্জরিত সহ নানা:বিধ সমস্যা সংকুলাবস্থায় নিপতিত দলের প্রাণ সাধারণ নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসার মুর্ত প্রতীক, সাবেক চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি/আহবায়ক, গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার নিজের এলাকা চট্টগ্রাম শহরের অত্যাধিক গুরুত্বপূর্ণ এলাকা ‘বাকলিয়া’ থেকে বিএনপি’র মনোনয়ন পেয়ে এমপি হওয়া এবং দল ক্ষমতাসীন হয়ে সরকার গঠন করতে পারলে পূর্ন মন্ত্রী হওয়ার সবদিক দিয়ে যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি ডাঃ শাহাদাত হোসেন কি ফের চট্টগ্রাম মহানগর বিএনপি’র দায়িত্ব প্রাপ্ত হচ্ছেন?
সূত্র জানায়, অতি সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি ( আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর) কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিলুপ্ত ঘোষণা দেয়ার পর মহানগর ছাড়া ও জেলার অন্যান্য উপজেলা বিএনপি’র সাধারণ নেতা-কর্মীদের মাঝে কিছু টা ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
দলের অনেক প্রবীণ নেতা মনে করেন, ডাঃ শাহাদাত হোসেন দলের ক্রান্তি লগ্নের এক নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ।
তারা মনে করেন, দলের কেন্দ্রীয় কমিটি হয়তো বা দলীয় গঠন তন্তের আলোকে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কমিটি বিলুপ্ত করে দিয়েছে। কিন্তু, পরবর্তী কমিটি ডাঃ শাহাদাত হোসেন কে উপহার দেয়া অত্যাবশ্যক। কেনো না দলের জন্য নিবেদিত হয়ে যে বা যারা দলের জন্য কাজ করে যাবেন তাকে বা তাদের কে দল অবশ্যই মূল্যায়ন করে যেতে হবে। নয় তো দলের সিপাহীন ক্ষতি হবে সাংগঠনিক ভাবে।
এ প্রসঙ্গে ডাঃ শাহাদাত হোসেন এর বক্তব্য চাওয়া হলে তিনি তাতে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে শুধু বলেন, দলের জন্য যদি ন্যুনতম: কিছু করে থাকি তাহলে দল অবশ্যই তা মূল্যায়ন করবে।