1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২৩ পালন

মোঃ মিজানুর রহমান রিপনঃ
  • প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২৩ পালন উপলক্ষে ০২ ডিসেম্বর শনিবার ওয়েপ কার্যালয়, হারুয়া, কিশোরগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোছাঃ মাছুমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৪, ৭ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাছির উদ্দিন বকুল, কিশোর পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান ও প্রশাসনিক কর্মকর্তা লতিফুজ্জামান আরমান, পিনাস এর নির্বাহী পরিচালক মোছাঃ ফাতেমা আক্তার শিল্পী প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, মাসিক কালের নতুন সংবাদের সম্পাদক ও উইডু’র সমন্বয়কারী খায়রুল ইসলাম, সাপ্তাহিক শুরূক’র নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড এম মুজাহিদ, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া, বিটিএন বাংলা ডট কমের সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক একুশের বানীর জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক ফাহিম, দূর্বার মহিলা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুন আরা, উইডু’র সদস্য লিমা আক্তার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এইচআইভি/এইডস বিষয়ে এইডস কিভাবে হয়, বর্তমান অবস্থা, প্রতিরোধ, প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়াও প্রতিকারের বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়, বিষয়গুলো হল-১. অন্যের রক্ত গ্রহণ বা অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে রক্তে এইচআইভি আছে কিনা তা পরীক্ষা করে নেয়া ২. ইনজেকশন নেয়ার ক্ষেত্রে প্রতিবারই নতুন সূচ/সিরিঞ্জ ব্যবহার করা ৩. অনিরাপদ যৌন আচরণ থেকে বিরত থাকা ৪. এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের সন্তান গ্রহণ বা সন্তানকে বুকের দুধ দেয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া ৫. কোন যৌন রোগ থাকলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেয়া ৬. ধর্মীয় রীতিনীতি মেনে চলা ও ৭. অন্যের ব্যবহার করা ব্লেড ব্যবহার না করা।
প্রতিকারের বিষয়গুলো সবাই মেনে চলার অঙ্গীকারের মধ্যদিয়ে আলোচনা সভা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং