প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৪:৫৮ পি.এম
কিশোরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত
'পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) । এরপর র্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় এসপি অফিসের সামনে এসে শেষ হয়।
পরে কিশোরগঞ্জস্থ জেলা পুলিশ লাইন্সের ডিলসেট অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং ডে নিয়ে আলাচনা শেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই জেলা প্রধান ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন (ক্রাইমস এন্ড অবস), জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার, জেলা সহকারী মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মানিত প্রধান অতিথি, মূখ্য আলোচক মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের পৃথক বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান। মুখ্য আলোচক মহোদয় নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ-জনগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে।
'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা "কমিউনিটি পুলিশিং ডে-২০২৩" এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত