মুজিব তুমি ডাক দিয়েছো
করতে দেশ স্বাধীন
থাকতে চাই না পাকির গোলাম
থাকতে নিজের অধীন।
তোমার ডাকে বীর বাঙালী
দিয়েছিল সাড়া
নয় মাস যুদ্ধ শেষে
পাকিস্তানী তাড়া।
বীর বাঙালী সাহসী জাতি
মাথা নোয়াবার নয়
ইতিহাসে তাই চিরদিন
শেখ মুজিবের জয়।
পিতার ডাকে সাড়া দিয়ে
পেলাম স্বাধীন দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
স্বাধীন বাংলাদেশ।