কটিয়াদী উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ কটিয়াদী মানিকখালী ৪নং চান্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড চান্দপুর গালিম খার বাগ সৈয়দ মিরাণ শাহ তাতারী এফতেদায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ।
গত ১১ আগস্ট রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পযর্ন্ত। মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদ এর সভাপতি জনাব মোঃ বাচ্চু মিয়া সভাপতিত্বে ও মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক তপন কুমার সরকার অপু 'এর সঞ্চালনায় প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন জনার মোঃ কামরুজ্জামান (জামান) প্রধান উপদেষ্টা অত্র সংসদ,ও সদস্য কিশোরগঞ্জ জেলা পরিষদ, সাবেক সভাপতি তেজগাঁও কলেজ ছাত্রলীগ। ও উদ্বোধকঃ হিসেবে উপস্থিত ছিলেন জনার মোঃ রেজাউল করিম শিকদার, প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও ভাইস চেয়ারম্যান কটিয়াদী উপজেলা। প্রধান উপদেষ্টা জনাব মোঃ মাহফুজুর রহমান (মাহফুজ) চেয়ারম্যান ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ মেহমানঃ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন (কাকন) প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও প্যানেল মেয়র -২ কাউন্সিলর ৮ নং ওয়ার্ড কটিয়াদী।
বিশেষ মেহমানঃ জনাব মোঃ বুলবুল হোসেন ভূইয়া, প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও সভাপতি ৪নং চান্দপুর ইউনিয়ন যুবদল।
বিশেষ মেহমানঃ জনাব মোঃ জাকির ইবনে আব্দুল্লাহ (সুমন)প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও সাধারণ সম্পাদক ৪নং চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাজী মোস্তফা কামাল নান্দু সরকার, প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কটিয়াদীর উপজেলা।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ জহিরুল ইসলাম বুলবুল, ইউ,পি সদস্য, ৩ নং ওয়ার্ড,
বিশেষ অতিথিঃ এডভোকেট জনাব মোঃ মোত্তাকিন মুরাদ, প্রধান উপদেষ্টা অত্র সংসদ,
বিশেষ অতিথিঃ জনাব মোঃ মোতাহার হোসেন লিখন প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার মোঃ আসাদুল হক এরশাদ, প্রধান উপদেষ্টা অত্র সংসদ, ও সাবেক ইউপি সদস্য ৫নং ওয়ার্ড।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ কাজী এনামুল হক দোলন,প্রধান উপদেষ্টা অত্র সংসদ।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ বিল্লাল হোসেন শিপন, প্রধান উপদেষ্টা অত্র সংসদ।
আরো উপস্থিত ছিলেন জনার মোঃ মিন্টু মিয়া, প্রধান উপদেষ্টা অত্র সংসদ।
সন্মানিত অতিথিঃ জনাব মোঃ আজহার হক রানা, শিক্ষক হযরত মিয়া চাঁন্দ শাহ উচ্চ বিদ্যালয়,
স্বাগতিক বক্তুতাঃ জনাব মোঃ একরাম হোসেন ভূইয়া লিংকন, উপদেষ্টা অত্র সংসদ, ও সৌদি আরব প্রবাসী।
সঞ্চলনায়ঃ তপন কুমার সরকার অপু, সাধারণ সম্পাদক অত্র সংসদ ও সভাপতি মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখা।
উপস্থাপনায় ও পরিচালনায়ঃ জনাব মোঃ মিনহাজ খাঁন রিশাদ, সহ-সভাপতি অত্র সংসদ,ও পরিচালক নবযাত্রা উন্নয়ন সমিতি ঢাকা।
নিমন্ত্রণঃ জনাব সোলায়মান হোসেন পাশা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অত্র সংসদ, ও রাফি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, অত্র সংসদ।
বিশেষ সহযোগিতায়ঃ নুরজাহান আক্তার লিপি, মহিলা বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ মাহমুদুল হাসান খাঁন নাজিম সহ- সাধারণ সম্পাদক অত্র সংসদ, উপস্থিত ছিলেন জনার হাজী শাহ মোঃ মাহমুদুর রহমান মান্না, আইন বিষয়ক সম্পাদক অত্র সংসদ, কাজী মোঃ জাহিদুল হক সেলিম, অর্থ সম্পাদক অত্র সংসদ,মোঃ কায়রুল ইসলাম কার্যকারী সদস্য অত্র সংসদ, মোঃ জহিরুল ইসলাম, কার্যকারী সদস্য অত্র সংসদ, সার্ভেয়ার মোহাম্মদ রুস্তম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অত্র সংসদ
শুভেচ্ছান্তে আয়োজক কমিটির পক্ষেঃ উপস্থিত ছিলেন জনার মোঃ সাইদ হাসান মন্টু মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ মিসবাহ উদ্দিন তারেক, মাদক ও বিরোধ ও পূর্ণবাসন সম্পাদক অত্র সংসদ, মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক অত্র সংসদ, সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অত্র সংসদ, দিদারুল ইসলাম, ত্র্যাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ আল- ক্বাদেরী,সহ-যুগ্ম সাধারণ সম্পাদক অত্র সংসদ, কবির চিশতি, কোষাধ্যক্ষ অত্র সংসদ, দ্বীন ইসলাম বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অত্র সংসদ, আব্দুল হালিম বয়াতি, সাংস্কৃতিক সম্পাদক অত্র সংসদ, তুষার এমরান সজীব, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অত্র সংসদ, আলমগীর উন্নয়ন সম্পাদক অত্র সংসদ, মোঃ রাসেল মিয়া সহ- দপ্তর সম্পাদক অত্র সংসদ, মোঃ জসিম খাঁন ডলার, যুব ও ত্রুীড়া সম্পাদক অত্র সংসদ, সাংবাদিক মোঃ ওয়াহিদ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অত্র সংসদ, মোঃ ইসলাম মিয়া উপ- উন্নয়ন সম্পাদক অত্র সংসদ,মোঃ আল আমিন, কার্যকারী সদস্য অত্র সংসদ, মোঃ হারিছ মিয়া, নির্বাহী সদস্য অত্র সংসদ, মোঃ মোখলেস মিয়া নির্বাহী সদস্য অত্র সংসদ, মোঃ সজল মিয়া, সদস্য অত্র সংসদ, মোত্তাকিম আহমেদ, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ নুরুল হুদা মহসিন, সামাজিক বিরোধ ও নিষ্পত্তি সম্পাদক অত্র সংসদ, মোঃ আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ টুটুল মিয়া, উপ- সমাজ সেবা বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ শামীম উপ- যুব ও ক্রীড়া সম্পাদক অত্র সংসদ, মোঃ শাকিল মিয়া, অত্র সংসদ, মোঃ ইবনে শাহ সবুজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ দুলু মিয়া নারী শিশু ও বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ আশরাফুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক অত্র সংসদ,মোঃ ছেনু মিয়া কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অত্র সংসদ, মোঃ ইউসুফ মিয়া রিয়াদ তাহেরী, সহ- প্রচার সম্পাদক অত্র সংসদ, মোঃ আশিক মিয়া, উপ- সামাজিক বিরোধ ও নিষ্পত্তি সম্পাদক অত্র সংসদ, নাজমুল ইসলাম কার্যকনরী সদস্য অত্র সংসদ,
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত